বীথিকা

     তারে নিয়ে সারা বেলা

     চলেছে হার - জিতের খেলা,

     খেলার শেষে বাঁচল যা তাই

              বাঁচবে মরণে।


যাত্রাশেষে

      বিজন রাতে যদি রে তোর

               সাহস থাকে

      দিনশেষের দোসর যে জন

                মিলবে তাকে।

      ঘনায় যবে আঁধার ছেয়ে

      অভয় মনে থাকিস চেয়ে —

      আসবে দ্বারে আলোর দূতী

               নীরব ডাকে।

 

      যখন ঘরে আসনখানি

               শূন্য হবে

      দূরের পথে পায়ের ধ্বনি

               শুনবি তবে।

      কাটল প্রহর যাদের আশায়

       তারা যখন ফিরবে বাসায়,

      সাহানাগান বাজবে তখন

               ভিড়ের ফাঁকে।

 

      অনেক চাওয়া ফিরলি চেয়ে

               আশায় ভুলি,

      আজ যদি তোর শূন্য হল

               ভিক্ষা - ঝুলি

      চমক তবে লাগুক তোরে,

      অধরা ধন দিক সে ভরে

      গোপন বঁধু, দেখতে কভু