রূপান্তর

        তোমাতেই সব ভালো।

তুমিই ভালো হে, তুমিই ভালো,

        সকল ভালোর সার —

তোমারে নমস্কার হে পিতা,

        তোমারে নমস্কার!

 

              ২

 

যো দেবোহগ্নৌ যোহপ্‌সু

যো বিশ্বং ভুবনমাবিবেশ।

যা ওষধীষু যো বনস্পতিষু

তস্মৈ দেবায় নমো নমঃ॥

                 — শ্বেতাশ্বতর উপনিষৎ, ২ . ১৭

 

যিনি অগ্নিতে যিনি জলে,

যিনি সকল ভুবনতলে,

যিনি বৃক্ষে যিনি শস্যে,

      তাঁহারে নমস্কার —

তাঁরে নমি নমি বার বার।

 

            ৩

 

ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং

ভর্গো দেবস্য ধীমহি

ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ॥

                 — শুক্লযজুর্বেদ, ৩৬ . ৩

 

যাঁ হতে বাহিরে ছড়ায়ে পড়িছে

      পৃথিবী আকাশ তারা,

যাঁ হতে আমার অন্তরে আসে

      বুদ্ধি চেতনা ধারা —