রূপান্তর

তাঁরি পূজনীয় অসীম শক্তি

      ধ্যান করি আমি লইয়া ভক্তি।

 

            ৪

 

সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম।

                 — তৈত্তিরীয় উপনিষৎ, ২ . ১ . ১

 

আনন্দরূপমমৃতং যদ্‌বিভাতি।

                  — মূণ্ডক, ২ . ২ . ৭

 

শান্তং শিবমদ্বৈতম্‌।

                     — মাণ্ডুক্য, ৭

 

সত্য রূপেতে আছেন সকল ঠাঁই,

জ্ঞান রূপে তাঁর কিছু অগোচর নাই,

দেশে কালে তিনি অন্তহীন অগম্য —

      তিনিই ব্রহ্ম, তিনিই পরম ব্রহ্ম।

 

তাঁরই আনন্দ দিকে দিকে দেশে দেশে

প্রকাশ পেতেছে কত রূপে কত বেশে —

      তিনি প্রশান্ত, তিনি কল্যাণহেতু,

তিনি এক, তিনি সবার মিলনসেতু।

 

                    ৫

 

য আত্মদা বলদা যস্য বিশ্ব উপাসতে প্রশিষং যস্য দেবাঃ।

যস্য ছায়ামৃতং যস্য মৃত্যুঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥

 

যঃ প্রাণতো নিমিষতো মহিত্বৈক ইদ্রাজা জগতো বভূব।

য ঈশে অস্য দ্বিপদশ্চতুষ্পদঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥