রূপান্তর

. . .   . . .   . . . পতঙ্গের মতো

. . .   . . .   . . .   . . .   . . . ক বি॥ ৬৪

 

পদ্মবীজমালা লয়ে আরক্তিম করে

মহেশের হস্তে উমা করিলা অর্পণ॥ ৬৫

সম্মোহন পুষ্পধনু করিয়া যোজনা

অমনি শিবের প্রতি হানিলা মদন॥ ৬৬

অমনি হইলা হর ঈষৎ অধীর

সবেমাত্র চন্দ্রোদয়ে অম্বুরাশি - সম,

উমার মুখের ' পরে মহেশ তখন

একেবারে ত্রিনয়ন করিলা নিবেশ॥ ৬৭

অমনি উমার দেহ উঠিল শিহরি,

সরমবিভ্রান্ত নেত্রে লাজনম্র মুখে

পার্বতী মাটির পানে রহিলা চাহিয়া॥ ৬৮

মুহূর্তে ইন্দ্রিয়ক্ষোভ করিয়া দমন

বিকৃতির হেতু কোথা দেখিবার তরে

দিশে দিশে করিলেন ত্রিনয়নপাত॥ ৬৯

দেখিলা জ্যাবদ্ধমুষ্টি সশর মদন

তাঁর [ প্রতি ] লক্ষ নিজ করেছে নিবেশ॥ ৭০

তপস্যার বিঘ্ন হেরি ক্রুদ্ধ অতিশয়

ভ্রূভঙ্গদুষ্প্রেক্ষ্যমুখ মহাতপস্বীর

তৃতীয় নয়ন হতে ছুটিল অনল॥ ৭১

ক্রোধ সম্বরহ প্রভু ক্রোধ সম্বরহ

স্বর্গ হতে দেবতারা কহিতে কহিতে

হইল মদনতনু ভস্ম - অবশেষ॥ ৭২

 

                কুমারসম্ভব

 

                সূচনা

 

     অস্ত্যুত্তরস্যাং দিশি দেবতাত্মা

           হিমালয়ো নাম নগাধিরাজঃ।