রূপান্তর

     পূর্বাপরৌ তোয়নিধী বগাহ্য

           স্থিতঃ পৃথিব্যা ইব মানদণ্ডঃ॥

                           — কুমারসম্ভব, ১ . ১

 

             কুমারসম্ভব

 

                 সূচনা

 

উত্তর দিগন্ত ব্যাপি

      দেবতাত্মা হিমাদ্রি বিরাজে —

দুই প্রান্তে দুই সিন্ধু,

      মানদণ্ড যেন তারি মাঝে॥

 

             রঘুবংশ॥ সূচনা

 

বাগর্থাবিব সম্পৃক্তৌ বাগর্থপ্রতিপত্তয়ে।

জগতঃ পিতরৌ বন্দে পার্বতীপরমেশ্বরৌ॥ ১

 

ক্ব সূর্যপ্রভবো বংশঃ ক্ব চাল্পবিষয়া মতিঃ।

তিতীর্ষুর্দুস্তরং মোহাদুড়ুপেনাস্মি সাগরম্‌॥ ২

 

মন্দঃ কবিযশঃপ্রার্থী গ বি ষ্যাম্যুপহাস্যতাম্‌।

প্রাংশুলভ্যে ফলে লোভাদুদ্‌বাহুরিব বামনঃ॥ ৩

 

অথবা কৃতবাগ্‌দ্বারে বংশেহস্মিন্‌ পূর্বসূরিভিঃ।

মণৌ বজ্রসমুৎকীর্ণে সূত্রস্যেবাস্তি মে গতিঃ॥ ৪

 

সোহহমাজন্মশুদ্ধানাম্‌ আফলোদয়কর্মণাম্‌।

আসমুদ্রক্ষিতীশানাম্‌ আনাকরথবর্ত্মনাম॥ ৫

 

যথাবিধিহুতাগ্নীনাং যথাকামার্চিতার্থিনাম্‌।

যথাপরাধদণ্ডানাং যথাকালপ্রবোধিনাম্‌॥ ৬