রূপান্তর

ত্যাগায় সম্ভৃতার্থানাং সত্যায় মিতভাষিণাম্‌।

যশসে বিজিগীষূণাং প্রজায়ৈ গৃহমেধিনাম্‌॥ ৭

 

শৈশবেহভ্যস্তবিদ্যানাং যৌবনে বিষয়ৈষিণাম্‌।

বার্ধক্যে মুনিবৃত্তীনাং যোগেনান্তে তনুত্যজাম্‌॥ ৮

 

রঘূণামন্বয়ং বক্ষ্যে তনুবাগ্‌বিভবোহপি সন্‌।

তদ্‌গুণৈঃ কর্ণমাগত্য চাপলায় প্রণোদিতঃ॥ ৯

 

তং সন্তঃ শ্রোতুমর্হন্তি সদসদ্‌ব্যক্তিহেতবঃ।

হেম্নঃ সংলক্ষ্যতে হ্যগ্নৌ বিশুদ্ধিঃ শ্যামিকাপি বা॥ ১০

                      — রঘুবংশ, ১ . ১ - ১০

 

             রঘুবংশ॥ সূচনা

 

বাক্য আর অর্থ - সম সম্মিলিত শিবপার্বতীরে

বাগর্থসিদ্ধির তরে বন্দনা করিনু নতশিরে॥ ১

 

কোথা সূর্যবংশ, কোথা অল্পমতি আমার মতন —

ভেলায় দুস্তর সিন্ধু তরিবারে বৃথা আকিঞ্চন॥ ২

 

বামন হাসায় লোক হাত বাড়াইয়া উচ্চ ডালে,

মন্দ কবিযশ চায় — সেই দশা তাহারও কপালে॥ ৩

 

কিম্বা পূর্ব পূর্ব কবি রচি গেলা যেথা বাক্যদ্বার,

বজ্রবিদ্ধ মণি - মধ্যে সূত্রসম প্রবেশ আমার॥ ৪

 

আজন্ম যাঁহারা শুদ্ধ, কর্ম যাঁরা নিয়ে যান ফলে,

সসাগররাজ্যেশ্বর, ধরা হতে স্বর্গে রথ চলে —

 

যথাবিধি হোম যাগ, যথাকাম অতিথি অর্চিত,

যথাকালে জাগরণ, অপরাধে দণ্ড যথোচিত —