রূপান্তর

দানহেতু ধনার্জন, মিতভাষা সত্যের কারণ,

যশ - আশে দিগ্বিজয়, পুত্র লাগি কলত্রবরণ —

 

শৈশবে বিদ্যার চর্চা, যৌবনে বিষয় - অভিলাষ,

বার্ধক্যে মুনির ব্রত, যোগবলে অন্তে দেহ - নাশ॥ ৫ - ৮

 

এ হেন বংশের কীর্তি বর্ণিবারে নাহি বাক্যবল,

অতুল সে গুণরাশি কর্ণে আসি করিল চঞ্চল॥ ৯

 

পণ্ডিতে শুনিবে কথা ভালোমন্দ - বিচারে - নিপুণ —

সোনা খাঁটি কিম্বা ঝুঁটা সে পরীক্ষা করিবে আগুন॥ ১০

 

       রঘুবংশ॥ অষ্টম সর্গ

 

কৃতবত্যসি নাবধীরণা -

মপরাদ্ধেহপি যদা চিরং ময়ি।

কথমেকপদে নিরাগসং

জনমাভাষ্যমিমং ন মন্যসে॥ ৪৮

 

মনসাপি ন বিপ্রিয়ং ময়া

কৃতপূর্বং তব কিং জহাসি মাম্‌।

ননু শব্দপতিঃ ক্ষিতেরহং

ত্বয়ি মে ভাবনিবন্ধনা রতিঃ॥ ৫২

 

কুসুমোৎখচিতান্‌ বলীভৃতশ্‌ -

চলয়ন্‌ ভৃঙ্গরুচস্তবালকান্‌।

করভোরু করোতি মারুতস্‌ -

ত্বদুপাবর্তনশঙ্কি মে মনঃ॥ ৫৩

 

তদপোহিতুমর্হসি প্রিয়ে

প্রতিবোধেন বিষাদমাশু মে।

জ্বলিতেন গুহাগতং তমস্‌ -