রূপান্তর

গৃহিণী সচিবঃ সখী মিথঃ

প্রিয়শিষ্যা ললিতে কলাবিধৌ।

করুণাবিমুখেন মৃত্যুনা

হরতা ত্বাং বদ কিং ন মে হৃতম্‌॥ ৬৭

 

বিভবেহপি সতি ত্বয়া বিনা

সুখমেতাবদজস্য গণ্যতাম্‌।

অহৃতস্য বিলোভনান্তরৈর্‌ —

মম সর্বে বিষয়াস্‌ত্বদাশ্রয়াঃ॥ ৬৯

 

            অজবিলাপ

বহু অপরাধে তবুও আমার ' পর

ভুলেও কখনো কর নাই অনাদর,

তবু কেন আজ কোনো অপরাধ বিনা

মোর প্রতি তুমি রয়েছ বাক্যহীনা। ৪৮

 

মনেও আনি নি তব অপ্রিয় কভু

মোরে ফেলে কেন চলে গেলে তুমি তবু!

পৃথিবীর আমি নামেই পাত্র পতি,

তোমাতেই মোর ভাবে নিবদ্ধ রতি॥ ৫২

 

কুসুমে খচিত কুঞ্চিত কালো কেশে

মন্দপবন কাঁপায় যখন এসে,

হে সুতনু, তব প্রাণ ফিরে এল ব'লে

থেকে থেকে মোর দুরাশায় হিয়া দোলে॥ ৫৩

 

হে প্রেয়সী, তবে উচিত তোমার ত্বরা

জাগিয়া আমার বিষাদ বিনাশ করা —

রজনী আসিলে হিমচলগুহাতলে

আঁধার নাশিয়া ওষধি যেমন জ্বলে॥ ৫৪