রূপান্তর

ও মুখে অলক দোলে যে মারুতভরে,

তবু কথা নাই বুক ফাটে তারি তরে —

যেমন নিশায় কমল ঘুমায়ে রহে,

অন্তরে তার ভ্রমর কথা না কহে॥ ৫৫

 

[ অলক তোমার কভু মৃদু বায়ুভরে

বিচলিয়া উঠে মৌন মুখের ' পরে

শতদল যেন অবসান হলে দিন

নিশানিমীলিত অলিগুঞ্জনহীন॥ ৫৫ ]

 

শর্বরী পুন ফিরে পায় শশধরে

চকাচকি পুন মিলে বিচ্ছেদ - পরে,

বিরহ তাহারা মিলনের আশে সহে —

চিরবিচ্ছেদ আমারে যে আজ দহে॥ ৫৬

 

শয়ন রচিত হত পল্লবে নব,

তবু দুখ পেত কোমল অঙ্গ তব।

আজ সেই তনু চিতা - আরোহণ আহা

কেমনে সহিবে, কেমনে সহিব তাহা॥ ৫৭

 

এ মেখলা তব প্রথমা রহঃসখী

গতিহারা দেহে নিক্বণ হারালো কি?

মনে হয় যেন সেও বুঝি তব শোকে

তোমারি সঙ্গে গিয়েছে মৃত্যুলোকে॥ ৫৮

 

সমসুখদুখ তব সঙ্গিনীজন,

প্রতিপদচাঁদ তব আত্মজধন,

তব রস মোর জীবনে করেছি সার —

নিঠুর, তবুও একি তব ব্যবহার॥ ৬৫

 

ধৃতি হল দূর, রতি শুধু স্মৃতিলীন,