রূপান্তর

গান হল শেষ, ঋতু উৎসবহীন,

আভরণে মোর প্রয়োজন হল গত —

শয়ন শূন্য চিরদিবসের মতো॥ ৬৬

 

গৃহিণী, সচিব, রহস্যসখী মম,

ললিতকলায় ছিলে যে শিষ্যাসম —

করুণাবিমুখ মৃত্যু তোমারে নিয়ে

বলো গো আমার কি না সে হরিল প্রিয়ে॥ ৬৭

 

তোমা বিনা আজ রাজসম্পদ ধনে

সুখ বলি' অজ গণ্য না করে মনে।

কোনো প্রলোভন রোচে না আমার কাছে,

আমার যা - কিছু তোমারে জড়ায়ে আছে॥ ৬৯

 

               মেঘদূত সূচনা

                  পূর্বমেঘ

 

কশ্চিৎ কান্তাবিরহগুরুণা স্বাধিকারপ্রমত্তঃ

শাপেনাস্তংগমিতমহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ।

যক্ষশ্চক্রে জনকতনয়াস্নানপুণ্যোদকেষু

স্নিগ্ধচ্ছায়াতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু॥ ১

 

তস্মিন্নদ্রৌ কতিচিতবলাবিপ্রযুক্তঃ স কামী

নীত্বা মাসান্‌ কনকবলয়ভ্রংশরিক্তপ্রকোষ্ঠঃ।

আষাঢ়স্য প্রথমদিবসে মেঘমাশ্লিষ্টসানুং

বপ্রক্রীড়াপরিণতগজপ্রেক্ষণীয়ং দদর্শ॥ ২

 

            মেঘদূত॥ সূচনা

 

যক্ষ সে কোনোজনা       আছিল আনমনা,

        সেবার অপরাধে প্রভুশাপে

হয়েছে বিলয়গত        মহিমা ছিল যত —