রূপান্তর

        বরষকাল যাপে দুখতাপে।

নির্জন রামগিরি -        শিখরে মরে ফিরি

        একাকী দূরবাসী প্রিয়াহারা,

যেথায় শীতল ছায়        ঝরনা বহি যায়

        সীতার স্নানপূত জলধারা॥ ১

 

মাস পরে কাটে মাসে,    প্রবাসে করে বাস

        প্রেয়সীবিচ্ছেদে বিমলিন।

কনকবলয় - খসা     বাহুর ক্ষীণ দশা,

        বিরহদুখে হল বলহীন।

একদা আষাঢ় মাসে    প্রথম দিন আসে,

        যক্ষ নিরখিল গিরি -' পর

ঘনঘোর মেঘ এসে লেগেছে সানুদেশে,

        দন্ত হানে যেন করিবর॥ ২

 

                পা ঠা ন্ত র

             মেঘদূত॥ সূচনা

 

অভাগা যক্ষ যবে

         করিল কাজে হেলা

                  কুবের তাই তারে দিলেন শাপ —

নির্বাসনে সে রহি

        প্রেয়সী - বিচ্ছেদে

                  বর্ষ ভরি সবে দারুণ জ্বালা।

গেল চলি রামগিরি -

        শিখর - আশ্রমে

                  হারায়ে সহজাত মহিমা তার,

সেখানে পাদপরাজি

        স্নিগ্ধ ছায়াবৃত

                  সীতার স্নানে পূত সলিলধার॥ ১