রূপান্তর

নবমধুলোভী ওগো মধুকর,

       চূতমঞ্জরী চুমি

কমলনিবাসে যে প্রীতি পেয়েছ

       কেমনে ভুলিলে তুমি।

 

                    ১১

 

নেপথ্যপরিগতায়াশ্চক্ষুর্দর্শনসমুৎসুকং তস্যা ঃ।

সংহর্তুমধীরতয়া ব্যবসিতমিব মে তিরস্করণীম্‌॥

                      — মালবিকাগ্নিমিত্র, ২ . ১

 

নেপথ্যপরিগত প্রিয়া সে,

রূপখানি দর্শন তিয়াসে

আঁখি মোর উৎসুক দশাতে

তিরস্করণী চাহে খসাতে॥

 

                  ১২

 

উৎপৎস্যতেহস্তি মম কোহপি সমানধর্মা।

কালোহ্যয়ং নিরবধির্বিপুলা চ পৃথ্বী॥

                       — মালতীমাধব - প্রস্তাবনা

 

কী জানি মিলিতে পারে মম সমতুল —

সময় অসীম আর পৃথিবী বিপুল।

 

                   ১৩

 

লৌকিকানাং হি সাধূনামর্থং বাগনুবর্ততে।

ঋষীণাং পুনরাদ্যানাং বাচমর্থোহনুধাবতি॥

                      — উত্তররামচরিত, ১ . ১০