রূপান্তর

              ৮

 

যস্য ত্বয়া ব্রণবিরোপণমিঙ্গুদীনাং

তৈলং ন্যষিচ্যত মুখে কুশসূচিবিদ্ধে।

শ্যামাকমুষ্টিপরিবর্ধিতকো জহাতি

সোহয়ং ন পুত্রকৃতকঃ পদবীং মৃগস্তে॥

                      — অভিজ্ঞানশকুন্তল, ৪ . ১৪

 

ইঙ্গুদীর তৈল দিতে স্নেহসহকারে

       কুশক্ষত হলে মুখ যার,

শ্যামাধান্যমুষ্টি দিয়ে পালিয়াছ যারে,

       এই মৃগ পুত্র সে তোমার।

 

                     ৯

 

শুশ্রূয়স্ব গুরূন্‌ কুরু প্রিয়সখীবৃত্তিং সপত্নীজনে

ভর্তুর্বিপ্রকৃতাপি রোষণতয়া মাস্ম প্রতীপং গমঃ।

ভূয়িষ্ঠং ভব দক্ষিণা পরিজনে ভাগ্যেষবনুৎসেকিনী

যান্ত ্যো বং গৃহিণীপদং যুবতয়ো বামাঃ কুলস্যাধয়ঃ॥

                      — অভিজ্ঞানশকুন্তল, ৪ . ১৮

 

সেবা কোরো গুরুজনে, সপত্নীরে জেনো সখীসম,

অপরাধী পতি -' পরে রোষভরে হোয়ো না নির্মম।

পরিজনে দয়া রেখো, সৌভাগ্যে হোয়ো না আত্মহারা —

গৃহিণীর এই ধর্ম ; কুলনাশী অন্যরূপ যারা।

 

                          ১০

 

অহিণঅমহুলোলুবো তুমং তহ পরিচুম্বিঅ চূঅমঞ্জরিং।

কমলবসইমেত্তনিব্বুআে মহুঅর বিসুমরিআে সি ণং কহং॥

                       — অভিজ্ঞানশকুন্তল, ৫ . ১০