রূপান্তর

তোমরা সকলে দেহ বিদায়!

 

              ৬

 

রম্যান্তরঃ কমলিনীহরিতৈঃ সরোভিশ্‌ -

ছায়াদ্রুমৈর্নিয়মিতার্কমরীচিতাপঃ।

ভূয়াৎ কুশেশয়রজোমৃদুরেণুরস্যাঃ

শান্তানুকূলপবনশ্চ শিবশ্চ পন্থাঃ॥

                      — অভিজ্ঞানশকুন্তল, ৪ . ১১

 

মাঝে মাঝে পদ্মবনে

       পথ তব হোক মনোহর।

ছায়াস্নিগ্ধ তরুরাজি

       ঢেকে দিক তীব্র রবিকর।

হোক তব পথধূলি

       অতিমৃদু পুষ্পধূলিনিভ।

হোক বায়ু অনুকূল

       শান্তিময়, পন্থা হোক শিব।

 

                      ৭

 

উগ্‌গলিঅদব্‌ভকঅলা মঈ পরিচ্চত্তণচ্চণা মোরী।

আেসরিঅপণ্ডুপত্তা মুঅন্তি অস্‌সূ বিঅ লদাআে॥

                      — অভিজ্ঞানশকুন্তল, ৪ . ১২

 

মৃগের গলি পড়ে মুখের তৃণ,

       ময়ূর নাচে না যে আর,

খসিয়া পড়ে পাতা লতিকা হতে

       যেন সে আঁখিজলধার।