রূপান্তর

অধর কিসলয় - রাঙিমা - আঁকা,

যুগল বাহু যেন কোমল শাখা,

হৃদয় - লোভনীয় কুসুম - হেন

তনুতে যৌবন ফুটেছে যেন।

 

                   ৪

 

গচ্ছতি পুরঃ শরীরং ধাবতি পশ্চাদসংস্থিতং চেতঃ।

চীনাংশুকমিব কেতোঃ প্রতিবাতং নীয়মানস্য॥

                        — অভিজ্ঞানশকুন্তল, ১ . ৩১

 

শরীর সে ধীরে ধীরে যাইতেছে আগে,

অধীর হৃদয় কিন্তু যায় পিছু - বাগে —

ধ্বজা লয়ে গেলে যথা প্রতিকূল বাতে

পতাকা তাহার মুখ ফিরায় পশ্চাতে॥

 

                        ৫

 

পাতুং ন প্রথমং ব্যবস্যতি জলং যুষ্মাস্বপীতেষু যা

নাদত্তে প্রিয়মণ্ডনাপি ভবতাং স্নেহেন যা পল্লবম্‌।

আদ্যে বঃ কুসুমপ্রসূতিসময়ে যস্যা ভবত্যুৎসবং

সেয়ং যাতি শকুন্তলা পতিগৃহং সর্বৈরনুজ্ঞায়তাম্‌॥

                      — অভিজ্ঞানশকুন্তল, ৪ . ৯

 

তোমাদের জল না করি দান

যে আগে জল না করিত পান ;

সাধ ছিল যার সাজিতে, তবু

স্নেহে পাতাটি না ছিঁড়িত কভু ;

তোমাদের ফুল ফুটিত যবে

যে জন মাতিত মহোৎসবে ;

পতিগৃহে সেই বালিকা যায়,