রূপান্তর

      মেরো না শর ।

আগুন দেবে কে হে

      ফুলের ' পর !

কোথা হে মহারাজ

      মৃগের প্রাণ —

কোথায় যেন বাজ

      তোমার বাণ!

 

                 ২

 

সরসিজমনুবিদ্ধং শৈবলেনাপি রম্যং

মলিনমপি হিমাংশোর্লক্ষ্ম লক্ষ্মীং তনোতি।

ইয়মধিকমনোজ্ঞা বল্কলেনাপি তন্বী

কিমিব হি মধুরাণাং মণ্ডনং নাকৃতীনাম্‌॥

                        — অভিজ্ঞানশকুন্তল, ১ . ১৮

 

কমল শৈবালে ঢাকা তবু রমণীয়,

শশাঙ্ক কলঙ্কী তবু লক্ষ্মীর সে প্রিয়।

এ নারী বল্কল পরি আরো মনোহর —

কী নহে ভূষণ তার যে জন সুন্দর!

 

[ কমল শেয়ালা - মাখা তবু মনোহর,

চাঁদেতে কলঙ্করেখা তথাপি সুন্দর,

বল্কলও মনো ঞ্জ অতি রূপসীর গায়,

মধুর মুরতি যেই কী না সাজে তায়?]

 

                   ৩

 

অধরঃ কিসলয়রাগঃ কোমলবিটপানুকারিণৌ বাহূ।

কুসুমমিব লোভনীয়ং যৌবনমঙ্গেষু সন্নদ্ধম্‌॥

                        — অভিজ্ঞানশকুন্তল, ১ . ১৯