রূপান্তর

আর কিছু নাই, শুধু ভক্তি ও জীবন

যা আছে তোমারই পদে করেছি অর্পণ।

সাধুগণ সঁপিয়াছে     আমারে তোমারই কাছে,

আমি কভু ছাড়িব না ও তব চরণ।

তুমিই করো গো মোর লজ্জানিবারণ।

 

              ২

 

নামদেবেঁ কেলেঁ স্বপ্নামাজী জাগেঁ।

সবেঁ পাণ্ডরংগে যেঊনিয়াঁ॥

সাংগিতলেঁ কাম করাবেঁ কবিত্ব।

বাউগেঁ নিমিত্য বোলোঁ নকো॥

মাপ টাকী সল ধরিলী বিঠ্‌ঠলেঁ।

থাপটোনি কেলেঁ সাবধান॥

প্রমাণাচী সংখ্যা সাংগে শত কোটী।

উরলে শেবটীঁ লাবী তুকা।

 

নামদেব পাণ্ডুরঙ্গে লয়ে সঙ্গে ক'রে

একদা দিলেন দেখা স্বপ্নে তিনি মোরে।

আদেশ করিলা মোরে কবিতারচনে

মিছা দিন না যাপিয়া প্রলাপবচনে।

ছন্দ কহি দিলা মোরে, আদেশিলা পিছু —

বিঠলেরে লক্ষ্য কোরো লিখিবে যা - কিছু।

কহিলেন পিঠ মোর চাপড়িয়া হাতে

এক শত কোটি শ্লোক হইবে পুরাতে।

 

               ৩

 

দ্যাল ঠাব তরি রাহেন সংগতী।

সন্তাঁচে পংগতী পায়াঁপাশীঁ॥

আবডীচা ঠাব আলোঁসেঁ টাকুন।