রূপান্তর

সব সুখ ঘরে আসে, শুধু    আমারই তো ঘুচিল না দুখ।

ঘরে মোর অন্ন নেই ব'লে    বলো দেখি যাই কার দ্বার?

এই পোড়া সংসারের তরে    আপদ সহিব কত আর?

অন্ন অন্ন ক'রে রাত দিন    ছেলেগুলো খেলে যে আমায়!

মরণ তাদের হয় যদি    সকল বালাই ঘুচে যায়।

সকলই ঝেঁটিয়ে নিয়ে যান,    তিলমাত্র ঘরে থাকা ভার। '

তুকা বলে, ‘ দূর, পোড়ামুখী, আপনি মাথায় নিলি ভার।

এখন তাহার তরে মিছে     কাঁদিলে কী হবে বল্‌ আর!'

 

                  ৫

 

কায় নেণোঁ হোতা দাবেদার মেলা।

বৈর তো সাধিলা হোঊনি গোহো॥

কিতী সর্বকাল সোসাবেঁ হেঁ দুঃখ।

কিতী লোকাঁ মুখ বাঁসুঁ তরী॥

ঝবে আপুলী আঈ কায় মাঝেঁ কেলেঁ।

ধড় যা বিট্টলে সংসারা চেঁ॥

তুকা হ্মণে যেতী বাঈলে আসড়ে।

ফুন্দোনিয়াঁ রড়ে হাঁসে কাঁহীঁ॥

 

  ‘ বোধ হয় এ পাষণ্ড    পূর্বজন্মে ছিল মোর অরি,

এ জনমে স্বামী হয়ে    বৈর সাধিতেছে এত করি।

কতজ্বালা সবো বলো৬আর!    কত ভিক্ষা মাগি পরদ্বারে!

বিঠোবার মুখে ছাই!    কী ভালো কল্লেন এ সংসারে!'

তুকা বলে, ‘ স্ত্রী আমার    রাগিয়া কতই কটু ভাষে —

কভুবা কাঁদিয়া মরে,    কভুবা আপনমনে হাসে। '

 

          ৬

 

গোণী আলী ঘরা

দাণে খাঊঁ নেদী পোরাঁ॥

ভরী লোকাঞ্চী পাঁটোরী।