রূপান্তর

এহি সংসার সারবস্তু এহ।

তিলা এক সঙ্গম জাব জিব নেহ॥ ১৯

 

[ রা ] হু মেঘ হইয়া / আকার ধারণ করিয়া, সূর্য গ্রাস করিল।

               . . . .

এখন বর্ষণ হইতেছে না,

     এবং দিনের বেলায় অবসর নাই,

সেই - হেতু পুরপরিজন কেহ সঞ্চরণ করিতে [ ছে ] না।

                . . . .

     যাবজ্জীবন প্রেমের পর এক তিল সঙ্গম। ১৯

 

               ৪

 

     রাধা কৃষ্ণ বিলাস বর্ণন

বদন মিলায় ধয়ল মুখ মণ্ডল

কমল বিমল জনি চন্দা।

ভমর চকোর দুঅও অলসাএল

পীবি অমিএ মকরন্দা॥ ৩৭

 

মুখমণ্ডলে বদন মিলাইয়া ধরিল,

পদ্মের উপরে চাঁদ।

অমিয় - মকরন্দ পান করিয়া

পবন ও চকোর দুজনেই অলসিত হইল —

কামিনী চকোর, পুরুষ ভ্রমর। ৩৭

 

               ৫

 

     সখী সঁ নায়িকা বচন

সমুদ্র ঐসনি নিসি ন পাবিঅ ওরে।

কখন উগত মোর হিত ভয় সূরে॥ ৩৮

 

[ স ] মুদ্রের মতো নিশির [ পার ] পাই না।