রূপান্তর

[ আ ] মার হিতকর হইয়া [ সূ ] র্য কখন্‌ উদিত হয়! ৩৮

 

                  ৬

 

     নায়ক ও মুগ্ধা নায়িকা মিলন

     মাধব সিরিস কুসুম সম রাহী।

লোভিত মধুকর কৌসল অনুসর

     নব রস পিবু অবগাহী॥

               . . . .

আরতি পতি পরতীতি ন মানথি

     কি করথি কেলিক নামেঁ ॥

               . . . .

চাঁপল রোস জলজ জনি কামিনি

     মেদনি দেল উপেখে।

               . . . .

এক অধর কৈ নীবি নিরোপলি

     দূপুনি তীনি ন হোঈ।

কুচ জুগ পাঁচ পাঁচ শশি ঊগল

     কি লয় ধরথি ধনি গোঈ॥

আকুল অলপ বেয়াকুল লোচন

     আঁতর পূরল নীরে।

মনমথি মীন বনসি লয় বেধল

     দেহ দসো দিশি ফীরে॥

ভনহিঁ বিদ্যাপতি দুহুক মুদিত মন

     মধুকর লোভিত কেলী।

অসহ সহথি কত কোমল কামিনি

     জামিনি জিব দয় গেলী॥ ২৯

 

                        

   লোভিত মধুকর কৌশল অনুসরি

   অবগাহিয়া নবরস পান করে।

               ........