রূপান্তর

আরতি পতি পরতীতি মানে না —

কেলির নামে কী করে!

          ........

 

রোষে যেন মাটিতে উপেক্ষায়

পদ্মকে চাপিল।

এক হাত অধরে, এক হাত নীবিতে,

কিন্তু তিন হাত তো নেই —

কুচযুগে যে পাঁচটা পাঁচটা

শশী উদিত হই [ ল ]

কী দিয়ে ধনী সেটা গোপন করে!

অল্প আকুল, ব্যাকুল লোচনান্তর

নীরে [ পূরিল ]

মন্মথ মীনকে বংশী দিয়া বিঁধিল,

তাহা [ র ...] দশ দিকে ফিরিতেছে।

          ........

 

কোমল কামিনী অসহ কত সয় —

যামিনী জীবন দিয়া গেল। ২৯

 

                ৭

 

        সখী সঁ নায়িকা বচন

     সখি হে কিলয় বুঝাএব কন্তে।

জনিকা জন্ম হোইত হম গেলহুঁ

     ঐলহুঁ তনিকর অন্তে॥

জাহি লয় গেলহুঁ সে চল আএল

     তৈঁ তরু রহলি ছপাঈ।

সে পুনি গেল তাহি হম আনলি

     তৈঁ হম পরম অন্যাঈ॥

জৈঁতহিঁ নাল কমল হম তোরলি

     করয় চাহ অবশেখে।