রূপান্তর

কোহ কোহাএল মধুকর ধায়ল

     তেঁহি অধর করু দংশে॥

লেলি ভরল কুম্ভ তৈঁ উর গাসলি

     সসরি খসল কেশ পাশে।

সখি দস আগুপাছু ভয় চললিহি

     তেঁ উর্ধ স্বাস ন বাকে ॥

ভনহিঁ বিদ্যাপতি সুনু বর জৌমতি

     ঈ সভ রাখু মন গোঈ।

দিন দিন ননদি সঁ প্রীতি বঢ়াএব

     বোলি বেকত জনু হোঈ॥ ৩৯

 

[ যাঁ ] হার জন্মে গেলেম [ তঁ ] াহার অন্তে আসিলাম।

সূর্যোদয়ে অথবা চন্দ্রোদয়ে (?) গেলেম,

সূর্যাস্তে বা চন্দ্রাস্তে আসিলাম।

যাহার জন্য গেলেম সে চলিয়া আসি [ ল ],

তাই তরুতলে লুকাইলাম।

সে পুন গেল, তাকে আমি আনিলা [ ম ],

সে আমার পরম অন্যায়।

যখন কমল নাল ভাঙিয়া অবশেষে হাতে লইলাম

শব্দ করিয়া মধুকর ধাইল,

আমার অধর দংশন করিল।

কুম্ভ ভরিয়া লইলাম,

তাই উরস্থল গ্রাসিয়া কেশপাশ সরিয়া খসিয়া পড়িল।

দশজন সখী আগুপাছু হইয়া চলিল,

তেঁই ঊর্‌ধ্বশ্বাস ও বাক্য নাই। ...

 

মনে গোপন করিয়া রাখ।

দিনে দিনে ননদীর সহিত প্রীতি বাড়াই [ বি ],

বললে পাছে ব্যক্ত হয়ে পড়ে। ৩৯