রূপান্তর

                 ৮

 

        ননদি সঁ নায়িকা বচন

     ননদী সরূপ নিরূপহ দোসে ।

বিনু বিচার ব্যভিচার বুঝৈবহ

     সাসু করয়বহ রোসে॥

কৌতুক কমল নাল হম তোড়লি

     করয় চাহলি অবতংসে।

রোষ কোষ সঁ মধুকর ধাওল

     তেঁহি অধর করু দংশে॥

সরোবর ঘাট বাট কণ্টক তরু

     হেরি নহিঁ সকলহুঁ আগূ ।

সাঁকর বাট উবটি হম চললহুঁ

     তেঁ কুচ কণ্টক লাগূ॥

গরূঅ কুম্ভ সির থির নহিঁ থাকয়

     তেঁও ধসল কেশ পাসে।

সখি জন সঁ হম পাছূ পড়লহুঁ

      তেঁ ভেল দীর্ঘ নিশাসে॥

পথ অপরাধ পিশুন পরচারল

     তথিহুঁ উতর হম দেলা।

অমরখ তাহি ধৈরজ নহিঁ রহলৈ

     তেঁ গদ গদ সুর ভেলা॥

ভনহিঁ বিদ্যাপতি সুনু বর জউবতি

     ঈ সভ রাখহ গোঈ।

নন্‌দী সঁ রস রীতি বচাওব

     গুপুত বেকত নহিঁ হোঈ ॥ ৪০

 

বিনা বিচারে ব্যভিচার বুঝ, শাশুড়িকে রাগাও।

কৌতুকে কমলনাল তুলিয়া

অবতংস করিতে চাহিলাম,

রোষে আক্রোশে মধুকর ধাইয়া অধর দংশন করিল।

সরোবর - ঘাটে বাটে কণ্টকতরু,