রূপান্তর

সকলগুলে [ া ] আবার চোখেও পড়ে না।

               .........

 

তাই কেশপাশ ধসিল,

আমি সখীদের পিছিয়ে পড়েছিলুম

তাই দীর্ঘনিশ্বাস।

পথে অপরাধের নিন্দা প্রচারিল,

আমি তার উত্তর দিলেম।

মূর্খ, তাই ধৈর্য ছিল না —

স্বরটা সেই জন্যে গদ্‌গদ - গোছ হয়েছে।

               ........

 

ননদী হইতে রসরীতি বাঁচিয়ে রেখো,

দেখো গোপন যেন ব্যক্ত না হয়ে পড়ে। ৪০

 

               ৯

     সখী সঁ নায়িকা বচন

...... একহিঁ নগর বসু মাধব সজনী

     পর ভাবিনি বস ভেল।

 

                .......

অভিনব এক কমল ফুল সজনী

     দৌনা নীমক ডার।

সেহো ফুল ওতহি সুখাএল সজনী

     রসময় ফুলল নেবার।

বিধি বস আজ আএল ছথি সজনী

     এত দিন ওতহি গমায়।

কোন পরি করব সমাগম সজনী

     মোর মন নহিঁ পতিআয়॥ ৪৩

 

              

... এক নগরেই মাধব বাস করে,