রূপান্তর

কিন্তু পরভাবিনীর বশ হইল।

               ........

 

অভিনব এক কমলফুল

নিমের দোনায় ডারে।

সে ফুল আতপে শুকাইল,

রসময় হইয়া ফুটিতে পারিল না।

বিধিবশে আজ আইল,

পরে আবার কাহার সহিত সমাগম হইবে —

আমার মন প্রত্যয় যায় না। ৪৩

 

              ১০

 

     নায়ক সঁ নায়িকা বচন

লোচন অরুণ বুঝলি বড় ভেদ।

রৈনি উজাগরি গুরুঅ নিবেদ॥

ততহিঁ জাহ হরি ন করহ লাথ।

রৈনি গমৌলহ জনিকেঁ সাথ॥

কুচ কুঙ্কুম মাখল হিঅ তোর।

জনি অনুরাগ রাগি কর গোর॥

আনক ভূষণ লাগল অঙ্গ।

উকুতি বেকত হোঅ আনক সঙ্গ॥

ভনহিঁ বিদ্যাপতি বজবহুঁ বাধ।

বড়াক অনয় মৌন পয় সাধ॥ ৪৪

 

[ লোচ ] ন অরুণ, ইহার ভেদ বুঝিতেছি —

রাত্রিজাগরণগুরু নির্বেদ।

[ যাও যাও ] আর ভাণ কোরো না।

[ যার ] সঙ্গে রাত কাটালে [ তা ] র কাছে যাও।

[ কুচকু ] ঙ্কুম তোর হৃদয়ে [ মা ] খিল — যেন

অনু [ রাগে ] র রঙে গৌর [ করিয় ] াছ।

অন্যের ভূষণ [ অঙ্গে ] লাগিল,