রূপান্তর

ভূখল তুঅ জজমান॥

ত্রিবলি তরঙ্গ সিতাসিত সঙ্গম

ঊরজ শম্ভু নিরমান।

আরতি পতি পরতিগ্রহ মগইছি

করু ধনি সরবস দান॥

দীপ দিপক দেখি থির ন রহয় মন

দৃঢ় করু অপন গেআন।

সঞ্চিত মদন বেদন অতি দারুন

বিদ্যাপতি কবি ভান॥ ৫০

 

মানিনী, এখন উচিত নহে মান।

এখনকার রঙ্গ এমন - মতো লাগিছে —

             জাগিল পঞ্চবাণ।

জুড়িয়া রজনী চকমক করে চন্দ্র —

             এমন সময় নাহি আন।

হেন অবসরে প্রভুমিলন যেমন সুখ,

              যাহার হয় সেই জানে —

রভসি রভসি অলি বিলসি বিলসি করে

             যেমন (?) অধরমধুপান।

আপন আপন প্রভু সবাই সন্তোষিল,

             ক্ষুধিত তোমারই যজমান॥

ত্রিবলীতরঙ্গ গঙ্গাযমুনাসঙ্গম,

             উরজ শম্ভুনির্মাণ —

পতি আরতি - প্রতিগ্রহ মাগিছে —

             করো, ধনী, সর্বস্ব দান।

একজন দীপ, অপর আলো, মন স্থির রহে না —

             করো দৃঢ় আপন - ঞ্জেয়ান।

সঞ্চিত মদনবেদন অতি দারুণ —

             বিদ্যাপতি কবি ভাণ। ৫০