রূপান্তর

মানিনী, এখন উচিত নহে মান।

এখনকার রঙ্গ এমন - মতো লাগিছে —

             জাগিল পঞ্চবাণ।

জুড়িয়া রজনী চকমক করে চন্দ্র —

             এমন সময় নাহি আন।

হেন অবসরে প্রভুমিলন যেমন সুখ,

             যাহার হয় সেই জানে —

রভসি রভসি অলি বিলসি বিলসি করে

             যেমন (?) অধরমধুপান।

আপন আপন প্রভু সবাই সন্তোষিল,

             ক্ষুধিত তোমারই যজমান॥

ত্রিবলীতরঙ্গ গঙ্গাযমুনাসঙ্গম,

             উরজ শম্ভুনির্মাণ —

পতি আরতি - প্রতিগ্রহ মাগিছে —

             করো, ধনী, সর্বস্ব দান।

একজন দীপ, অপর আলো, মন স্থির রহে না —

             করো দৃঢ় আপন - ঞ্জেয়ান।

সঞ্চিত মদনবেদন অতি দারুণ —

             বিদ্যাপতি কবি ভাণ। ৫০

 

           ১৭

     নায়িকা বিলাপ

 

মাধব ঈ নহিঁ উচিত বিচারে।

জনিক এহন ধনি কাম কলা সনি

সে কিঅ করু ব্যভচারে॥

প্রাণহুঁ তাহি অধিক কয় মানব

হৃদয়ক হার সমানে।

কোন পরিযুক্তি আন কৈঁ তাকব

কী থিক হুনক গেআনে॥

কৃপিন পুরুখ কৈঁ কেও নহিঁ নিক কহ