রূপান্তর

জগ ভরি কর উপহাসে।

নিজ ধন অছৈতি নৈ উপভোগব

কেবল পরহিক আসে॥

ভনহিঁ বিদ্যাপতি সুনু মথুরাপতি ৪

ঈ থিক অনুচিত কাজে।

মাঁগি লাএব বিত সে যদি হোয় নিত

অপন করব কোন কাজে॥ ৫১

 

       মাধব এ নহে উচিত বিচার —

যাহার এমন ধনী কামকলাসম

       সে কি রে করে ব্যভিচার!

প্রাণ হতে তারে অধিক মানি

       হৃদয়ের হার - সমান।

কোন্‌ যুক্তিতে সে অন্যেরে তাকায় —

       এ কিরূপ তার জ্ঞান!

কৃপণ পুরুষে কেহ খ্যাতি নাহি করে,

       জগ ভরি করে উপহাস।

নিজধন থাকিতে না করে উপভোগ,

       কেবল পরের প্রতি আশ।

ভনয়ে বিদ্যাপতি — শুন মথুরাপতি,

       এ বড়ো অনুচিত কাজ —

মেগে - আনা বিত্ত সে যদি হয় নিত্য তবে

       আপন বিত্ত করিব ে কোন্‌ কাজ! ৫১

 

                ১৮

       হরি সঁ নায়িকা বচন

 

আজু পরল মোহি কোন অপরাধে।

কিঅ ন হেরিঐ হরি লোচন আধে॥

আন দিন গহি গৃম লাবিঅ গেহা।

বহু বিধি বচন বুঝাএব নেহা॥

মন দৈ রূসি রহল পহু সোঈ।