উৎসর্গ

ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার

অনুরোধ করিয়াছিলে। তখন সে অনুরোধ পালন করি নাই।

আজ ছাপাইছি, আজ তুমি আর দেখিতে পাইলে না।