রূপান্তর

  কোন গুন পহু পরবস ভেল সজনী

          বুঝলি তনিক ভল মন্দ।

  মনমথ মন মথ তনি বিনু সজনী

          দেহ দহয় নিশি চন্দ॥

  কহ ও পিশুন শত অবগুন সজনী

          তনি সম মোহি নহিঁ আন।

  কতেক জতন সঁ মেটাবিঅ সজনী

          মেটয় ন রেখ পখান॥

 

  জঁ দুরজন কটু ভাখয় সজনী

          মোর মন ন হোঅ বিরাম।

  অনুভব রাহু পরাভব সজনী

          হরিন ন তেজ হিম ধাম॥

  জইও তরণি জল শোখয় সজনী

          কমল ন তেজয়   পাঁক।

  জে জন রতল জাহি সঁ সজনী

          কি করত বিহ ভয় বাঁক॥ ৭৫

 

বুঝিনু তাহার ভালো মন্দ

  মন্মথ মন মথে তাহা বিনে সজনী . . .

  তার শত নিন্দা কহ, তবু তার মতো

  আমার আর কেহ নাই।

  মুছিতে কতই যত্ন করো,

  কিন্তু পাষাণের রেখা মোছে না।

  যখন দুর্জন কটু ভাষে,

  আমার মনের বিরাম হয় না।

  রাহুপরাভব অনুভব করিয়া

  হরিণ কখনো চাঁদকে ত্যাগ করে না।

  যদিও তরণীর ( নদী ) জল শুখায়,

  তবু কমল পাঁককে ছাড়ে না।

  যেজন যাহাতে অনুরক্ত,

  কী করে তার বাঁকা বিধির ভয়! ৭৫