রূপান্তর

                ৩৩

          নায়িকা বচন পথিক সঁ

 

  পিআ মোর বালক হম তরুণী।

  কোন তপ চুকলৌঁহ ভেলৌঁহ জননী॥

  পহির লেলি সখি এক দছিনক চীর।

  পিআ কেঁ দেখৈতি মোর দগধ শরীর॥

  পিআ লেলি গোদ কঁ চললি বজার।

  হটিআক লোগ পুছে কে লাগু তোহার।

  নহিঁ মোর দেওর কি নহিঁ ছোট ভাঈ।

  পুরব লিখল ছ ল স্বামী হমার॥

 

  বাট রে বটোহিআ কি তোঁহীঁ মোর ভাঈ।

  হমরো সমাদ নৈহর লেনেঁ জাহূ॥

  কহিহুন ববা কিনয় ধেনু গাঈ

  দুধবা পিলায় কঁ পোসত জমাঈ॥

  নহিঁ মোরা টকা অছি নহিঁ ধেনু গাঈ।

  কৌনে বিধি পোসব বালক জমাঈ॥ ৭৯

 

      . . . কোন্‌ তপে আমি তার মায়ের মতো!

    এক দক্ষিণের কাপড় আমি পরিয়া লইলাম . . .

    পিয়াকে কোলে নিয়ে বাজারে চললেম।

    হাটের লোকেরা শুধায় ‘ এ তোর কে হয়' —

     এ আমার দেওর নয়, এ আমার ছোটো ভাই নয়,

    পূর্বভাগ্যফলে এ আমার স্বামী।

    চলো রে পথিক, তুমি আমার ভাই —

    আমার সম্বাদ নিয়ে যাও ;

    বাবাকে বোলো যেন একটা ধেনু গা [ ই কেনে ]

    যে, জামাইকে দুধ খাইয়ে পোষা যায় ।

    টাকা নেই, গাই নেই —

    কী বিধিতে বালক জামাই পোষা! ৭৯