প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
মিলনাঞ্জলি যুগল হিয়ার
দিয়ো বিধাতার পূজনে।
কল্যাণদীপ জ্বালায়ো ভবনে
বিশ্বেরে কোরো অতিথি,
মানবের প্রেমে জাগায়ো জীবনে
পুণ্য প্রেমের প্রতীতি।
বৈশাখের বেলফুল
তারি গন্ধখানি
মিশায় কথার ছাঁদ
রবি - আশীর্বাদ।
যুগল প্রাণের মিলনের পরে
পুণ্য অমৃত - বৃষ্টি
মঙ্গল - দানে করুক মধুর
নবজীবনের সৃষ্টি।
প্রেমরহস্যসন্ধান - পথে যাত্রী
মধুময় হোক তোমাদের দিন রাত্রি,
নামুক দোঁহার শুভদৃষ্টিতে
বিধাতার শুভদৃষ্টি।
যে লেখা কেবলি রেখা তার বেশি নয়
তারে নিয়ে কেন এ - সঞ্চয়?
সমুদ্রের ফেনা চাও জমা করিবারে
কতদিন রাখিবে তাহারে।
উঞ্ছবৃত্তি কর লয়ে তুচ্ছ কথাগুলি
ভর মিছে অক্ষরের ঝুলি।