প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
লেখা যদি চাও এখনি
লিখে দেবে মোর লেখনী।
সে - লেখা কিন্তু শুধু মসীরেখা
সে - কথা কি আজো শেখো নি?
খেয়াল ঢুকেছে মাথাতে
ভরে নেবে কিছু খাতাতে,
কতক্ষণ হায়
ধরে রাখা যায়—
শিশির পদ্মপাতাতে।
শান্তা, তুমি শান্তিনাশের ভয় দেখালে মোরে,
সই - করা নাম করবে আদায় ঝগড়া করার জোরে?
এই তো দেখি বঁটি হাতে শিউলিতলায় যাওয়া
আপনি যে ফুল ঝরিয়ে দিল শরৎপ্রাতের হাওয়া।
সংগীতের বাণীপথে
ছন্দে গাঁথা তব নমস্কৃতি—
জাগালো অন্তরে মোর
প্রেমরসে অভিষিক্ত গীতি।
বসন্তে কোকিল গাহে
অলক্ষিত কোন্ তরুশাখে—
দূর অরণ্যের পিক
সেই সুরে তারে ফিরে ডাকে।
সায়াহ্নে রবির কর পড়িল গগন নীলিমায়
মহীরে আশিসবাণী লিখি দিল ললাটসীমায়।