প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
গৈলা কোথা?
জানো না, গৈলা বরিশালে। সেইখানে থাকে বেণী বৈরাগী। এখন সে থাকে নৈহাটি।
কাল ছিল ডাল খালি,
আজ ফুলে যায় ভ’রে।
বল্ দেখি তুই মালী,
হয় সে কেমন ক’রে।
গাছের ভিতর থেকে
করে ওরা যাওয়া -আসা।
কোথা থাকে মুখ ঢেকে,
কোথা যে ওদের বাসা।
থাকে ওরা কান পেতে
লুকানো ঘরের কোণে,
ডাক পড়ে বাতাসেতে
কী ক’রে সে ওরা শোনে।
দেরি আর সহে না-যে,
মুখ মেজে তাড়াতাড়ি
কত রঙে ওরা সাজে,
চ’লে আসে ছেড়ে বাড়ি।
ওদের সে-ঘরখানি
থাকে কি মাটির কাছে?
দাদা বলে,জানি জানি
সে-ঘর আকাশে আছে।
সেথা করে আসা যাওয়া
নানা রঙা মেঘগুলি—
আসে আলো, আসে হাওয়া
গোপন দুয়ার খুলি।
এ ছন্দটি দুই মাত্রায় অথবা তিন মাত্রায় পড়া যায়।
দুই মাত্রা,যথা —
কাল। ছিল। ডাল। খালি
আজ। ফুলে। যায়। ভ’রে।