প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
The roof of the house বাড়ির ছাদ
The tree of the garden
The horn of the cow
The bench of the school
The chair of the father
The wall of the fort
The back of the cow
The top of the hill
হরিণের মুণ্ড হাঁসের পা খাইবার পাত্র
শহরের রাস্তা বিছানার মাদুর দোকানের দরজা
সহিসের জুতা মহিলার আংটি চোরের কোর্তা
ছোকরার ঘোড়া চাকরাণীর প্রদীপ রাজার মুকুট
বাড়ির ছাদটি উঁচু। বাগানের গাছটি নিচু।
গাভীর শিংটি বিশ্রী। স্কুলের বেঞ্চটি লম্বা।
রাজার চৌকিটি নরম। দুর্গের প্রাচীরটি শক্ত।
চৌকির পিঠটি পাতলা। পাহাড়ের উপরটা চ্যাপ্টা।
হরিণের মুণ্ড সুশ্রী। হাঁসের পা খাটো।
পাচকের পাত্রটি নূতন। শহরের রাস্তা লম্বা।
বিছানার মাদুরটি ভালো। দোকানের দরজা ছোটো।
সহিসের জুতা শুক্নো। মহিলার আংটি ভালো।
চোরের কোর্তা পুরানো। ছোকরার ঘোড়াটি খোঁড়া।
চাকরাণীর প্রদীপটি নিচু।
স্কুলের বেঞ্চটি বাগানে আছে।
বাবার চৌকিটি ছাতের উপর আছে।*
* তারা-চিহ্নিত বাক্যগুলি দুই প্রকারে তর্জমা হইবে। যথা– The father's chair is on the roof, The father has a chair on the roof . বিকল্পে there is শব্দ যথাস্থানে ব্যবহার্য।