প্রথম ভাগ

      হরিণের মুণ্ডটি ব্যাগে আছে।

      দুর্গের প্রাচীরটি পাহাড়ের উপরে আছে।

      বিছানার মাদুরটি টবে আছে।

      পাচকের পিষ্টকটি পেয়ালায় আছে।*

      সহিসের জুতাটি কূপে আছে।*

      মহিলার আংটিটি চৌকির উপরে আছে।*

      পাচকের প্রদীপটি বাগানে আছে।*

      রানীর কুকুরটি পাহাড়ের উপর আছে।*

      রাজার জাহাজটি সমুদ্রে আছে।

      চোরের কোর্তাটি গাছের মাথার (ঢ়ষস ) উপরে আছে।

      বালিকার বইটি বাপের ব্যাগে আছে।

      বালিকার হাতটি গাভীর শৃঙ্গের উপর আছে।

      রাজার মুকুটটি রানীর মাথার উপরে আছে।

      মানুষটির দোকান শহরের বাগানে আছে।

      পাচকটির পাত্রটি স্কুলের চৌকির উপর আছে।

      গাভীর খাদ্য গাধার পিঠের উপরে আছে।

      বালিকার গোলাপ সহিসের হাতে আছে।

        দুই প্রকারে তর্জমা করাইতে হইবে।

২০
Plural (বহুবচন)

The round balls         the white clouds

the black boards        the brave lions

the strong bears         the blue stones

the bright stars           the green sticks

the sharp thorns

 

উজ্জ্বল মেঘগুলি               সবুজ পাথরগুলি

পোষা সিংহগুলি               খোঁড়া ভল্লুকগুলি

শক্ত তক্তাগুলি                 তীক্ষ্ম পাথরগুলি

তাজা কাঠিগুলি               কালো ভল্লুকগুলি

 

* তারা-চিহ্নিত বাক্যগুলি দুই প্রকারে তর্জমা হইবে। যথা– The father's chair is on the roof, The father has a chair on the roof . বিকল্পে there is শব্দ যথাস্থানে ব্যবহার্য।