প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
দিয়া লতা উঠে।
গ্রামে একটি ময়দান আছে যাহা পার হইয়া (across) ঘোড়া ছোটে।
জানালার একটি শামি (glass-pane) আছে যাহার ভিতর দিয়া (through) সূর্য্য আভা দেয়।
খুড়ার একটি মন্দির আছে যাহার পাশে (beside) একটি পুকুর আছে।
আমার ভাইপোর একটি ক্ষেত আছে যাহা ছাড়াইয়া (beyond) একটি বন আছে।
সন্ধ্যার পূর্ব্বেই (before) বালিকাটি তাহার বিছানায় ঘুমাইল।
যুদ্ধের পরে (after) সৈন্যেরা আনন্দের সহিত পতাকা উড়াইল (raise)। আমি গাছের নীচে দাঁড়াইতেছি। তুমি মন্দিরের সম্মুখে দৌড়িতেছ। তিনি দেওয়ালের পশ্চাতে বসিতেছেন। আমি ময়দান পার হইয়া যাইতেছি। আমরা ১০টায় (১০ A.M.) প্রাতরাশ করি (breakfast)। শিশুটি রাত ৮টার (৮ P.M.) পূর্ব্বেই ঘুমাইল। তোমরা পাহাড়ের নিকট বাস করিতেছ। তাঁহারা তাঁহাদের পাশে বসিতেছেন। তুমি এই পাথরের উপর দিয়া লাফাইতেছ। পর্ব্বত ছাড়াইয়া একটি দেশ আছে। আমার মাথার উপরে একটি পাখী আছে। আমি যখন রান্নাঘরের পশ্চাতে দাঁড়াইয়াছিলাম, মা তাহার পূর্ব্বেই ভাত রাঁধিয়া ফেলিয়াছিলেন। তিনি ময়দান পার হইয়া দৌড়িবার পূর্ব্বে মালী গাছটি কাটিয়া ফেলিয়াছিল। আমি নদীর কাছে যাইবার পরে দাঁড়ি নৌকা চালাইতেছিল।
Ram was sent to school by his father.
The soldier was wounded by the foe.
The bird was caught by the farmer by whom a net was set to catch it.
He was admitted into the college by the some gentleman who were his father's friend.
Lectures were delivered by the great orator in the Town Hall.
A two-penny loaf was bought by the poor hungry boy.
A carpenter was one day asked by a sailor where his father died.
The room was occupied by a number of men who came from a distant country.