দ্বিতীয় ভাগ

১। একবচন করাও।

২। অতীত করাও।

৩। নেতিবাচক করাও।

৪। উল্লিখিত ক্রিয়ার বিশেষণগুলি বসাও।

৫। There is -যোগে নিষ্পন্ন করাও। অধিকাংশ বাক্যগুলি তিন প্রকারে পরিবর্ত্তিত করা যায়, যথা – There is a peasant who goes to the field of the neighbour. There is a neighbour to whose field the peasant goes. There is a neighbour's field (or field of the neighbour) to which the peasant goes.

৬। প্রশ্নের নমুনা –

Where does the peasant go? Who goes to the field? To whose field does he go? Does he ride to the temple of the town?

– এইরূপে বহুবচনে, ও অতীত।

৭। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর।


LESSON 27
অনুবাদ করো–

তিনি ক্ষেত্রে যাইতেছেন।

তিনি মন্দিরে ঘোড়া চড়িয়া যাইতেছেন।

তিনি (স্ত্রীলিঙ্গ) সহরে আসিতেছেন।

আমি হাটে দৌড়িতেছি।

তোমরা স্কুলে যাইতেছ।

আমরা জাহাজে সাঁতার দিয়া যাইতেছি।

তারা আকাশে উঠিতেছে।

১। একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও।

২। অতীত করাও।

৩। নেতিবাচক করাও।

৪। ক্রিয়ার বিশেষণ যোগ করাও।

৫। প্রশ্নোত্তর – একবচন, বহুবচন, বর্ত্তমান, অতীত।

৬। ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর, উক্তরূপে।