প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
ওরে তোরা কি জানিস্ কেউ
লেজ কেন ওঠে এত ঢেউ!
ওরা দিবস রজনী নাচে।
তাহা শিখেছে কাহার কাছে?
ওরা কারে ডাকে বাহু তুলে,
ওরা কার কোলে ব'সে দুলে?
আমি ব'সে ব'সে তাই ভাবি –
নদী কোথা হতে এল নাবি?
কোথায় পাহাড়-সে কোন্খানে,
তাহার নাম কি কেহই জানে?
কেহ যেতে পারে তার কাছে?
সেথায় মানুষ কি কেউ আছে?
সেথা নাহি তরু নাহি ঘাস,
নাহি পশু-পাখীদের বাস।
সেথা রাশি রাশি মেঘ যত
থাকে ঘরের ছেলের ( children of the house ) মতো।
সেথায় বাস করে শিং-তোলা ( upraised horns )
যত বুনো ছাগ দাড়িঝোলা ( with hanging beard )।
সেথায় মানুষ নূতনতরো –
তাদের শরীর ( limbs ) কঠিন বড়ো,
তাদের চোখ দুটো নয় সোজা,
তাদের কথা নাহি যায় বোঝা,
তারা পাহাড়ের ছেলেমেয়ে
সদাই কাজ করে গান গেয়ে,
তারা সারা দিনমান খেটে
আনে বোঝাভরা কাঠ কেটে,
তারা চড়িয়া শিখর ( mountaintop )- 'পরে
বনের ( wild ) হরিণ শিকার করে।
শেষে পাহাড় ছাড়িয়া এসে
নদী পড়ে বাহিরের দেশে।
কোথাও চাষীরা করিতে চাষ ( till ),