প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
তৃতীয় পথিক। হতভাগী জানিস নে রাজপথ দিয়ে
একজন বৃদ্ধা। কে তুমি গা, কার বাছা, চোখে অশ্রুজল,
বালিকা। জননী গো আমি অনাথিনী।
বৃদ্ধা। আহা মরে যাই!
পথিকগণ। ছুঁয়ো না ছুঁয়ো না ওরে—
বৃদ্ধা। ছি ছি ছি, কী ঘৃণা।!
বালিকা। জগৎ-জননী মাগো, তুমিও কি মোরে
মন্দিররক্ষক। দূর হ! দূর হ তুই অনার্যা অশুচি!
জননী। আরতির বেলা হল, আয় বাছা আয়।
কন্যা। ও কে ও মা!
জননী। ও কেউ না, সরে আয় বাছা।!
বালিকা। এ কি কেউ না মা! এ কি নিতান্ত অনাথা!