ভগ্নহৃদয়
সে বিম্বের ’পরে রাখিস্ নে তুই
কোন আশা মন মোর!
সহসা দেখিবি বিম্বটির সাথে
ভেঙেছে সর্বস্ব তোর।
ওরে মন, তোর অগাধ বাসনা
সমস্ত জগৎ করুক গ্রাস!
সমস্ত জগৎ ঘেরিয়া রাখ্ রে,
হৃদয় রে, তোর সুখের আশ।
সন্ন্যাসিনী তুই, কাঁদিস রে কেন?
কেন রে ফেলিস দুখের শ্বাস?
গেছে ভেঙে তোর একটি জগৎ,
আরেক জগতে করিবি বাস।
সে জগৎ তোর তরে হয় নি রে,
অদৃষ্টের ভুলে গেছিলি সেথা—
সেথায় আলয় খুঁজিয়া খুঁজিয়া
কতই না তুই পাইলি ব্যথা!
তোর নিজদেশে এসেছিস এবে,
কেহ নাই তোরে কহিতে কথা—
আদর কাহারো পাস নে কখনো,
আদর কাহারো চাস নে হেথা।
জগৎসাগরে বিম্ব যত আছে
কেহই কাহারো নয়!
এখনো তো এই নূতন জীবনে
সুখ দুখ কিছু ঘটে নি তোর—
দিবসের পরে আসিছে দিবস,
রজনীর পরে রজনী ভোর!
দিবস রজনী নীরব চরণে
যেমন যেতেছে তেমনি যাক—
কাঁদিস নে তুই, হাসিস নে তুই
যেমন আছিস তেমনি থাক্!
সে জগতে ছিল কাহারো বা দুখ
কারো বা সুখের রাশি,