পূজা
৩৩৫
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
মিলাব তাই জীবনগানে॥
গগনে তব বিমল নীল–হৃদয়ে লব তাহারি মিল,
শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে॥
বাজায় ঊষা নিশীথকূলে যে গীতভাষা
সে
ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা।
ফুলের মতো সহজ সুরে প্রভাত মোর উঠিবে পূরে,
সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে॥