পূজা
৩৮৬
               আরাম-ভাঙা উদাস সুরে
      আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে॥
    বিরামহারা ঘরছাড়াকে  ব্যাকুল বাঁশি আপনি ডাকে–
      ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে॥
    আমার প্রাণের কোন্‌ নিভৃতে  লুকিয়ে কাঁদায় গোধূলিতে–
    মন আজও তার নাম জানে না,  রূপ আজও তার নয়কো চেনা–
          কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে॥