পূজা
৩৮৭
                আসা-যাওয়ার মাঝখানে
             একলা আছ চেয়ে কাহার পথ-পানে॥
       আকাশে ওই কালোয় সোনায়  শ্রাবণমেঘের কোণায় কোণায়
             আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে
                আসা-যাওয়ার মাঝখানে॥
       শুকনো পাতা ধুলায় ঝরে,  নবীন পাতায় শাখা ভরে।
       মাঝে তুমি আপন-হারা,  পায়ের কাছে জলের ধারা
             যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে
                আসা যাওয়ার মাঝখানে॥