প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
দলপতি
এবার তিনি ডাক দিয়েছেন তাঁর রশি ধরতে।
পুরোহিত
রশি ধরতে! ভারি বুদ্ধি তোমাদের। জানলে কী করে।
দলপতি
কেমন করে জানা গেল সে তো কেউ জানে না।
ভোরবেলায় উঠেই সবাই বললে সবাইকে,
ডাক দিয়েছেন বাবা। কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়,
পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী,
পাহাড় ডিঙিয়ে গেল খবর —
ডাক দিয়েছেন বাবা।
সৈনিক
রক্ত দেবার জন্যে।
দলপতি
না, টান দেবার জন্যে।
পুরোহিত
বরাবর সংসার যারা চালায়, রথের রশি তাদেরই হাতে।
দলপতি
সংসার কি তোমরাই চালাও ঠাকুর?
পুরোহিত
স্পর্ধা দেখো একবার। কথার জবাব দিতে শিখেছে —
লাগল বলে ব্রহ্মশাপ।
দলপতি
মন্ত্রীমশায়, তোমরাই কি চালাও সংসার।
মন্ত্রী
সে কী কথা। সংসার বলতে তো তোমরাই।
নিজগুণেই চল, তাই রক্ষে।
চালাক লোকে বলে আমরাই চালাচ্ছি।
আমরা মান রাখি লোক ভুলিয়ে।
দলপতি
আমরাই তো জোগাই অন্ন, তাই তোমরা বাঁচ —
আমরাই বুনি বস্ত্র, তাতেই তোমাদের লজ্জারক্ষা।