প্রেম
৫৩
আমি চাহিতে এসেছি শুধু একখানি
মালা
তব নব প্রভাতের
নবীন-শিশির-ঢালা॥
হেরো শরমে-জড়িত কত-না গোলাপ
কত-না গরবি করবী,
ওগো, কত-না কুসুম ফুটেছে তোমার
মালঞ্চ করি আলা॥
ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে
তোমারি কেশে,
ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে
পড়েছে এসে।
তব অঞ্চল হতে বনপথে
ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া–
ওগো, অনেক কুন্দ অনেক শেফালি
ভরেছে তোমার ডালা॥