প্রেম
                           ৫৪

             ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি,
             নয়নে দেখেছি তব নূতন আকাশ॥
             দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি,
             হাসিলে ফুটিয়া পড়ে ঊষার আভাস॥
             হৃদয় উড়িতে চায় হোথায় একাকী–
             আঁখিতারকার দেশে করিবারে বাস।
             ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি–
             হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস॥