প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
বিধুমুখী। দেখ্ সতীশ, এদিকে তোর বাবার বিষয়বুদ্ধি একটুও নেই — কিন্তু ওঁকে ফাঁকি দেওয়া শক্ত। ধরা পড়ে যাবি।
সতীশ। ধরা তো এক সময়ে পড়বই। আপাতত কোনোরকম করে — তা ছাড়া কাল তো উনি কলম্বোয় যাচ্ছেন, ইতিমধ্যে যা হয় একটা উপায় করা যাবে। যথেষ্ট সময় পেলে নেক্লেসটা চাই কি ফিরিয়েও নিতে পারি। অনেক ভেবে দেখলুম শেষকালে — ঐ যে বাবা আসছেন। মা, এখনই, আর দেরি কোরো না।
বিধুমুখী। ওগো শুনছ, সর্বনাশ হয়েছে। কাল রাত্রে লোহার সিন্দুকের চাবি চুরি গেছে।
শশধর। সে কী কথা, বউ। কোথায় চাবি রেখেছিলে, কে করলে এমন কাজ।
বিধুমুখী। তাই তো ভাবছি, হয়তো নতুন বেহারাটা-
শশধর। মন্মথ, তুমি যে একেবারে অবিচলিত? একবার খোঁজ করে দেখো।
মন্মথ। কোনো লাভ নেই।
শশধর। কী গেল না-গেল, সেটা তো একবার দেখাও চাই।
মন্মথ। কিছু নিশ্চয় গেছে, শুধু চাবি নিয়ে ঝম্ঝমিয়ে বেড়াবে, চোরের এমন শখ প্রায় থাকে না।
শশধর। কিন্তু কে চোর, সেটাও তো বের করা চাই।
মন্মথ। সাধুর চেয়ে যার দরকার অনেক বেশি, সেই হয় চোর।
শশধর। আমি কি তোমার কাছে চোরের ডেফিনিশন চাচ্ছি। বলছি — সন্ধান করা চাই তো?
মন্মথ। (উত্তেজনার সহিত) না, চাই নে, চাই নে। ভিতরে যে আছে তাকে বাইরে সন্ধান করতে যাওয়া বিড়ম্বনা।
শশধর। কী বলছ, মন্মথ। চলো-না একবার দেখেই আসা যাক।
মন্মথ। নিষ্ফল, নিষ্ফল, আমার দেখাশোনা হয়ে গেছে।
শশধর। অন্তত কালকে কলম্বো যাওয়াটা স্থগিত রাখো, একটা পুলিস-তদন্ত করাও।
মন্মথ। কলম্বোর চেয়ে আরো অনেক দূরে যাওয়া দরকার — সাউথ পোলে যেখানে থাকে পেঙ্গুয়িন পাখি, যেখানে থাকে সিন্ধুঘোটক — সেখানে চাবিও চুরি যায় না আর পুলিস-তদন্তর ঠাট বসাতে হয় না।
শশধর। বউ, তুমি যে একেবারে চুপ, মুখ হয়ে গেছে সাদা। চলো বরঞ্চ তোমাতে আমাতে একবার —
ভৃত্য। সাহেববাড়ি থেকে এই কাপড় এসেছে।
মন্মথ। নিয়ে যা কাপড় নিয়ে যা, এখনই নিয়ে যা।
শশধর। আহা, আহা, করছ কী মন্মথ। কাপড় ফিরিয়ে দিয়ে তুমি আমাকেই —