কাহিনী

মনে হল মোর নবজনমের

উদয়শৈল উজল করি

শিশিরধৌত পরম প্রভাত

উদিল নবীন জীবন ভরি।

 

তরুণীরা মিলি তরণী বাহিয়া

পঞ্চম সুরে ধরিল গান —

ঋষির কুমার মোহিত চকিত

মৃগশিশুসম পাতিল কান।

সহসা সকলে ঝাঁপ দিয়া জলে

মুনি-বালকেরে ফেলিয়া ফাঁদে

ভুজে ভুজে বাঁধি ঘিরিয়া ঘিরিয়া

নৃত্য করিল বিবিধ ছাঁদে।

নূপুরে নূপুরে দ্রুত তালে তালে

নদীজলতলে বাজিল শিলা —

ভগবান ভানু রক্তনয়নে

হেরিলা নিলাজ নিঠুর লীলা।

প্রথমে চকিত দেবশিশু-সম

চাহিলা কুমার কৌতূহলে —

কোথা হতে যেন অজানা আলোক

পড়িল তাঁহার পথের তলে।

দেখিতে দেখিতে ভক্তিকিরণ

দীপ্তি সঁপিল শুভ্র ভালে —

দেবতার কোন্‌ নূতন প্রকাশ

হেরিলেন আজি প্রভাতকালে।

বিমল বিশাল বিস্মিত চোখে

দুটি শুকতারা উঠিল ফুটি,

বন্দনাগান রচিলা কুমার

জোড় করি করকমল-দুটি।

করুণ কিশোর কোকিলকণ্ঠে

সুধার উৎস পড়িল টুটে,

স্থির তপোবন শান্তিমগন