কাহিনী

একমাত্র ইষ্টদেব। ম্লেচ্ছ মুসলমান

ব্রাহ্মণকন্যার পতি! দেবতা-সমান!

অমাবাই।    উচ্চ বিপ্রকুলে জন্মি তবুও যবনে

ঘৃণা করি নাই আমি, কায়বাক্যে মনে

পূজিয়াছি পতি বলি ; মোরে করে ঘৃণা

এমন কে সতী আছে? নাহি আমি হীনা

জননী তোমার চেয়ে — হবে মোর গতি

সতীস্বর্গলোকে।

রমাবাই।                      সতী তুমি!

অমাবাই।                             আমি সতী।

রমাবাই।    জানিস মরিতে অসংকোচে?

অমাবাই।                             জানি আমি।

রমাবাই।    তবে জ্বাল্‌ চিতানল। ওই তোর স্বামী

পড়িয়া সমরভূমে।

অমাবাই।                      জীবাজি?

রমাবাই।                             জীবাজি

বাগ্‌দত্ত পতি তোর। তারি ভস্মে আজি

ভস্ম মিলাইতে হবে। বিবাহরাত্রির

বিফল হোমাগ্নিশিখা শ্মশানভূমির

ক্ষুধিত চিতাগ্নিরূপে উঠেছে জাগিয়া ;

আজি রাত্রে সে রাত্রির অসমাপ্ত ক্রিয়া

হবে সমাপন।

বিনায়ক রাও।                যাও বৎসে, যাও ফিরে

তব পুত্র-কাছে, তব শোকতপ্ত নীড়ে।

দারুণ কর্তব্য মোর নিঃশেষ করিয়া

করেছি পালন — যাও তুমি। অয়ি প্রিয়া,

বৃথা করিতেছে ক্ষোভ। যে নব শাখারে

আমাদের বৃক্ষ হতে কঠিন কুঠারে

ছিন্ন করি নিয়ে গেল বনান্তরছায়ে,

সেথা যদি বিশীর্ণা সে মরিত শুকায়ে

অগ্নিতে দিতাম তারে ; সে যে ফলে ফুলে

নব প্রাণে বিকশিত, নব নব মূলে